Bangla Lyrics | বাংলা লিরিক

Bangla Lyrics, Bangla Gaan, বাংলা লিরিক

তোমার ঘরে বাস করে কারা

তোমার ঘরে বাস করে কারা
ও মন জান না,
তোমার ঘরে বসত করে কয় জনা,
মন জান না

তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনায় ছবি আঁকে এক মনে,
ও রে মন
আরেক জনায় বসে বসে র ংমাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা,কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনায় সুর তোলে এক তারে,
ও মন, আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা

তোমর ঘরে বসত করে কয় জনা

রস খাইয়া হইয়া মাত, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

-কিংকর্তব্যবিমুঢ়

ট্যাগস:

আগস্ট ২২, ২০০৮ | ব্যান্ড ও পপ | ২,৩৫২ বার পঠিত | ১টি মন্তব্য

  • masud rana

    amer goure boshoty core amed darlingn